মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্ক ও বাইক সার্ভিস চালু করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ উদ্যোগ গ্রহণ করেন।
পরীক্ষার দিনে অনেক শিক্ষার্থীর তাড়াহুড়োয় প্রবেশপত্র আনতে ভুলে যান কিংবা সময় মত কেন্দ্রে পৌঁছাতে পারে না। এমন পরিস্থিতিতে দ্রুত সহযোগিতার লক্ষ্যে ছাত্রদল বাইক সার্ভিস চালু করেছে, যাতে বিপদে পড়া শিক্ষার্থীরা সময়মত কেন্দ্রে পৌঁছাতে পারে।
এছাড়াও, পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের পাশে যাত্রী ছাউনির এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে, যাতে গরম ও রোদ থেকে তারা স্বস্তি পান।
পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ছাত্রদল তাদের মাঝে উপহার হিসেবে স্কেল ও ফাইল বিতরণ করেছে। আজ থেকে শুরু হওয়া এ উদ্যোগ চলবে পরীক্ষার শেষদিন পর্যন্ত।
এই বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা চাই তাদের পাশে থাকতে, শিক্ষা জীবনের এই মাইলফল কে সহযাত্রী হতে। তাদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ”।