1. admin@bdnews-tv.com : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

জীবননগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
জীবননগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ৩
জীবননগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার জীবননগরের কালীগঞ্জ মহাসড়কের ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ড মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আজ (৮এপ্রিল) সকালে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন আরও তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে মোট ৬ জন আরোহী ছিলেন। কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদলের ছেলে রাজা এবং মংলার ছেলে বিধান।

দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি আলামপুর গ্রামে এবং বাকি তিনজন কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুধুমাত্র একজন সুস্থ রয়েছেন, যার বাড়ি আলামপুর গ্রামে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It