মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার বীর শহীদদের স্মরণ করি, গাহি সাম্যের গান,মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান,বল বীর চির উন্নত মম শির” এই ধরনের স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জে শহরস্থ নাগবাড়ী মোরে সন্ধায় সমাজকল্যাণ ও মানবহিতৈষী সংঘ ‘সন্তোষ’ এর আয়োজনে শহীদ ডাঃ সন্তোষ বনিক স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক সরকারি কর্মকর্তা শাহিন আরা বেগমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ ভজন কৃষ্ণ বনিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম।
বিশেষ হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সানোয়ারুল হকে, মূখ্য আলোচক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী,অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, গবেষক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর, অধ্যাপক বাসুদেব সাহা,শহীদ সন্তান সুচিত্রা দত্ত,পাস্টার রেভা.এডওয়ার্ড এস জামান,সংগঠনের সদস্য সচিব কাজী সানোয়ার হোসেন,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, এ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইকবাল খান, সাবিহা হাবিব,সমাজকর্মী তাপস কর্মকার, প্রমুখ।
বক্তারা বলেন ত্রিশ লক্ষ শহীদের মধ্য মহান মুক্তিযুদ্ধে ডাঃ সন্তোষ কুমার বনিক আমাদের অহংকার ও গর্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন ভূখণ্ড। অর্জিত এই স্বাধীন রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।