মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী >>> অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথবাহিনীর অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারী) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম।
মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে।
এ সময় আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামীলীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারী) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ) মোহাম্মদ ইব্রাহীম এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, আটকদের মধ্যে সুধারাম থানা এলাকার ৩জন, হাতিয়ায় ৮জন, কোম্পানীগঞ্জে ১জন, সুবর্ণচরে ২জন, এবং চাটখিলের ১জন রয়েছে।
তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।