1. admin@bdnews-tv.com : admin :
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত
নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত

নোয়াখালী সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আসমা আক্তার (৫) আহত  আবুল কালামের মেয়ে। অন্যজন আরাফাত হোসেন (৬) আবুল কালামের শ্যালক সাদ্দাম হোসেনের ছেলে। নিহত দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাইফুল ইসলাম জাবের বলেন, সকালে দুই শিশুকে বাইসাইকেল যোগে স্কুলে নিয়ে যাচ্ছিলেন আবুল কালাম। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৭১১৭) সাইকেলে ধাক্কা দিলে ৩জনই নিচে পড়ে যান।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলে মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হয়।

আহত আবুল কালামকে ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চরমটুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের এলাচ মিয়ার ছেলে।

সুধারাম থানায় ডিউটিরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক রিকু বড়ুয়া বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It