নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার বাংলা বাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম জাহানারা প্রি-ক্যাডেট স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলা বাজার বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাকারিয়া আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ ফরিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন ৬নং কুর্শি ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ দিলবাহার আহমেদ দিলকাছ, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ভূইয়া, কুর্শি ইউপির সাবেক যুবলীগ সভাপতি খলিলুর রহমান ইব্রাহিম প্রমুখ।
অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অতিথি বৃন্দ’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সব শেষে ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ জিতু মিয়া।