1. admin@bdnews-tv.com : admin :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নোয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ফিল্ড” নামের এই ইট ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড” । অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ এই ইটভাটা আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পেয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য পুলিশ ও আর্মির কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It