1. admin@bdnews-tv.com : admin :
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

নোয়াখালীর কবিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নোয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
নোয়াখালীর কবিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নোয়াখালীর কবিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নোয়াখালীর কবিরহাটে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে কবিরহাট সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গনে একত্রিশবার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা ও সহকারী কমিশনার (ভূমি)  নিগার সুলতানাসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It