মুক্তি পেলেন এনএসআই ও ডিজিএফ আইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।
আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রেজ্জাকুল হায়দার চৌধুর’সহ আরও পাঁচ জন মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার মুক্তি পান এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী। কারাগার থেকে বের হওয়ার পর তার নিজ এলাকা নোয়াখালী থেকে প্রায় অর্ধশত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেয়। এরপর কারাগারের সামনেই উপস্থিত সবাইকে নিয়ে আল্লার শোকরিয়া আদায় করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব মোরশেদ দিদার, ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, কবিরহাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ১নং নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম, ১নং নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর হোসেন রায়হান’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসংগত, রেজ্জাকুল হায়দার চৌধুরী নোয়াখালীর কবিরহাট উপজেলার ১নং নরোত্তম পুর ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য, একই মামলায় সাজা বাতিলসহ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।