জেন্ডার ও প্রকৃতি সুরক্ষায় প্রত্যয় নিলেন মানিকগঞ্জ হরিরামপুর চরের যুবরা
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ (২৪-১১-২০২৩) “জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি, নারীবান্ধব সমাজ গড়ি“ এই স্রোগানকে সামনের রেখে বেসরকারি সংগঠন বারসিকের আয়োজনে গত ২২-২৩ নভেম্বর ২০২৩ হরিরামপুর লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে ২ দিনব্যাপী জেন্ডর ও বৈচিত্র্য সুরক্ষায় যুব সমাজের ভুমিকা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়।
প্রশিক্ষনে প্রধান সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ।
এ ছাড়াও সহায়ক হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন সত্যরঞ্জন সাহা।
অতিথি হিসেবে উপস্থি ছিলেন অধ্যাপক মনোয়ার হোসেন, নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য সহকারি আকতার হোসেন, নারী সংগঠনের সাধারন সম্পাদক আকলিমা বেগমসহ চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বিভিন্ন সংগঠনের ৬০ জন যুবক এতে অংশগ্রহন করেন।
প্রশিক্ষন কর্মশালায় জেন্ডার কি, নারী পুরুষের মধ্যে সমাজে বিদ্যমান বৈষম্য, নারী পুরুষের মধ্যে পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে তাদের অবস্থান, ভুমিকা, জেন্ডার বৈচিত্র্য এবং বহুত্ববাদ সমাজ নির্মাণে যুব সমাজের ভুমিকাসহ বিভিন্ন বিষয় সম্পর্কৃ আলোচনা করা হয়।
প্রশিক্ষনে অংশগ্রহকারীদের প্রত্যাশা সমাজে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দুরীকরণে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
আর চরাঞ্চলে নারীদের ব্যয়সাশ্রয়ী কাজের মুল্যায়ন করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহকারীদের প্রত্যাশা সমাজে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দুরীকরণে পরিবার ও সমাজে আলোচনা করার উদ্যোগ গ্রহন করেন।
সামাজিক মাধ্যমে যুব সমাজের ভুমিকা পালনে প্রচার করার উদ্যোগ গ্রহন করেন।
পরিবারে নারীদের ব্যয়সাশ্রয়ী কাজের মুল্যায়ন করার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধি পাবে বলে মনে করে অংশগ্রহনকারীণ। যুবকগণ প্রাণ প্রকৃতি সুরক্ষায় আগামী পরিকল্পনা গ্রহন করেন।