1. admin@bdnews-tv.com : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন।

ইউসুফ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ 
বরিশালের হিজলা উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদের হত্যাকারীদের ফাসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্তরে হিজলা প্রেসক্লাব ও রির্পোটার ইউনিটি উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।জানা যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম ওই এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করলে সংবাদের জেড়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও তার ক্যাডার বাহিনী গত সোমবার নাদিমকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনার প্রতিবাদে হিজলা উপজেলার বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা মানববন্ধনে উপস্তিত হয়।

মানববন্ধনে নাদিম হত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মাই টিভির প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ সুমনুর রহমান সোহাগ,প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজি লাল দাস, রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার, বীর মুক্তিযোদ্ধা শ্রী বাবু লাল দেবনাথ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It