1. admin@bdnews-tv.com : admin :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে মো.সাইফুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার সময় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে। কয়েক দিন পর তার সৌদি আরব যাওয়ার কথা ছিলো। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে।

চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর আগে সৌদি আরবে যান তিনি। ২-৩ মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It