নোয়াখালীর হাতিয়ায় রাতে আড্ডা দেওয়ার কারনে ৪ শিক্ষার্থীকে ধরে নিয়ে পড়তে বসিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলাউদ্দিন।
শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আবাসিক এলাকার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে ৪ শিক্ষার্থী মোবাইল ফোনে গেমস খেলছিল। এ সময় হেঁটে যাচ্ছিলেন ইউএনও আলাউদ্দিন। তাদের এই অবস্থায় দেখে তিনি কাছে যান এবং পরিচয় জানতে চান।
জানা যায়, ৪জনই সদ্য এস,এস,সি পাস করা শিক্ষার্থী। পরে ইউএনও তাদের সবাইকে নিজের বাসভবনের সামনের একটি কক্ষে ডেকে নেন এবং খাতা-কলম দিয়ে পড়তে বসান।
পরে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে এই ঘটনার একটি ছবি পোস্ট করেন ইউএনও । পোস্টের পরপরই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কেউ লিখেছেন, ‘শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা থেকে ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ কার্যকর হবে। আবার কেউ কেউ শিক্ষার্থীদের লজ্জা পাওয়ার দিকটিও উল্লেখ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “রাতে ৪জনকে আড্ডা দিতে দেখে ডেকে নিয়ে পড়তে বসিয়েছি। তাদের একটি বিষয় মুখস্থ করে লিখতে বলেছিলাম। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে গেছে। চাইলে আরো কঠোর শাস্তি দেওয়া যেত, কিন্তু তারা ছাত্র, এটা ভেবে শুধু পড়ালেখায় মনোযোগী করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর এভাবে আড্ডা দিতে এলে একই ব্যবস্থা নেওয়া হবে। যাতে পড়ালেখা বন্ধ রেখে তারা অযথা সময় নষ্ট না করে। জানা গেছে, শিক্ষার্থীদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে হবে। তাদের বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, প্রশাসনের এমন উদ্যোগ পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সহায়ক হবে।