নোয়াখালীতে স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আউয়ালের ছেলে।
জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন। সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়।
সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদেরকে জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।